ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

দখলমুক্ত করা হচ্ছে সিলেটের ফুটপাত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

সোমবার, ১৭ জুলাই ২০১৭ , ০৪:২৫ পিএম


loading/img

আদালতের নির্দেশে সিলেটের বিভিন্ন সড়কের ফুটপাত দখল ও হকারমুক্ত করার পাশাপাশি রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। তবে উচ্ছেদের পর ফের ফুটপাতে বসার চেষ্টা করছে হকাররা।  

বিজ্ঞাপন

ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র। 

সিলেট নগরীর আদালত চত্বর, জেলা প্রশাসন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে ছিল দখলদার ও হকারদের দখলে। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হতো পথচারীদের। সম্প্রতি আদালতের নির্দেশনা পাওয়ার পর ফুটপাত থেকে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে মাঠে নামে সিলেট সিটি করপোরেশন। 

বিজ্ঞাপন

এছাড়া নগরীর নয়াসড়ক থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্ত করণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে সুযোগ পেলেই আবারো ফুটপাতে বসার চেষ্টা করে হকাররা।

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ উদ্যোগ নগরবাসির মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করেন নগরবিদরা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |